(১)মুকাল্লিদ-জনগণ হল রোগী, (২)কুরআন-হাদিস হল ঔষুধ, (৩)উসুলে শরিয়া হল চিকিৎসাশাস্ত্র, (৪)ফিকহ-মাসায়িল হল প্রেসক্রিপশন, (৫)মুজতাহিদ-ফকিহ হল ডাক্তার, (৬)বাকি সব আলেম হল ফার্মাসিস্ট :
উসূলে ফিকহিল হাদীস হাদীস ও সহীহ হাদিস মানা গ্রহণের সঠিক মূলনীতি

সূচিপত্র

উসূলে ফিকহিল হাদীস: হাদীস ও সহীহ হাদিস মানা-গ্রহণের সঠিক মূলনীতি:

(১)মুকাল্লিদ-জনগণ হল রোগী,

(২)কুরআন-হাদিস হল ঔষুধ,

(৩)উসুলে শরিয়া হল চিকিৎসাশাস্ত্র,

(৪)ফিকহ-মাসায়িল হল প্রেসক্রিপশন,

(৫)মুজতাহিদ-ফকিহ হল ডাক্তার,

(৬)বাকি সব আলেম হল ফার্মাসিস্ট :

বুখারী-মুসলিমের যন্নি হাদিস যদি মুকাল্লিদের কাছে মাযহাব বিরোধী মনে হয়,বা অন্য যে কোন কিতাবের যন্নি হাদিস যদি মুকাল্লিদের নিকট নিজ মাযহাব বিরোধী মনে হয়,তবে সেই মুকাল্লিদ বা ফার্মাসিস্ট নিজ মাযহাব ছেড়ে হাদিসের উপর আমল করবেনা,করতে পারবেনা, করাটা রীতিমত ভুল-অন্যায়-অবৈধ ৷ কারণ যন্নি হাদিস বহুরুপী অর্থবোধক ও বহুরুপী আমলী হয়, যার দরুন যন্নি হাদিসে ইজতেহাদ করে সিদ্ধান্ত নিতে হয় আর মুকাল্লিদ-ফার্মাসিস্ট বা জনগণের ইজতিহাদ করার কোন যোগ্যতা বা ক্ষমতা নেই,অথচ মুজতাহিদরা এবিষয়ে পুর্ণমাত্রায় ইজতেহাদ করে সিদ্ধান্ত নিয়েছেন-দিয়েছেন ৷তাই মুকাল্লিদ-ফার্মাসিস্ট রোগীকে মনচাহী ঔষধ সেবন না করে বিজ্ঞ ডাক্তার(মুজতাহিদের)প্রেসক্রিপশন মোতাবেক আমল(ঔষধ সেবন) করতে হবে ৷

আর বুখারী মুসলিমসহ সব হাদিসের ৯৯ ভাগ হল যন্নি হাদিস,যেখানে বহুরুপ অর্থ ও বহুরুপ আমল হওয়ার সমুহ সম্ভাবনা থাকে ৷সেই বহুরুপ অর্থ-বহুরপ মর্ম-বহুরুপ আমলের মধ্য হতে সঠিকটা ইজতেহাদ করে নির্ণয় করতে হয় ৷ইজতেহাদ ছাড়া মনচাহি কোন একটা অর্থ বা মর্ম বা আমল শুরু করা হারাম,যা খাহেশাতে নফসের অনুসরণ ৷

বিষয়টি হল এমন;
আপনি একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শে আপনার রোগের ঔষুধ সেবন করছেন,চিকিৎসা করছেন ৷ তিনি আপনাকে এক বছরের ঔষধ ও তার সেবন পদ্ধতির তালিকা দিয়েছেন ৷এখন যদি একমাস পর সে ডাক্তার মারা যায় তাতে আপনার ঔষধ সেবন কাজে কোন সমস্যা নেই ৷ পরবর্তীতে আপনি যদি দুমাস পর ফার্মেসির দোকানে ঐ রোগের একটি উন্নত কোম্পানীর ঔষধ পান বা আপনার ঔষধের চেয়ে এটি ভাল উন্নত সহিহ মনে হয় আপনার নিকট, কিন্তু এই উন্নত ঔষধের সাথে ইহার ব্যবহার বিধি বা সেবন পদ্ধতি-নিয়ম-নীতির কোন কাগজ পত্র ডকুমেন্ট নেই,আবার আপনার ডাক্তারও মারা গেছে, আপনার পাশে আপনার রোগ বিশেষজ্ঞ ভিন্ন অভিজ্ঞ কোন ডাক্তারও নেই,আর আপনি নিজেও কোন ডাক্তার নন,তাহলে এমতাবস্হায় ডাক্তারের অনুমতি ছাড়া দুনিয়ার সবাই বললেও আপনার জন্য পুর্বের প্রেসক্রিপশন ছেড়ে দেয়া আর এই উন্নত ভাল ঔষধ ব্যবহার করা রীতিমত অপরাধ অবৈধ অন্যায় ভুল,পুর্বেরটা ছেড়ে দেয়াও অন্যায় অবৈধ ভুল বোকামি আর নতুনটার ব্যবহারও অপরাধ অন্যায় ভুল বোকামি অবৈধ ৷তাহল খাহেশাতে নফস-কুপ্রবৃত্তির অন্ধ অনুসরণ, যার ফলাফল শুধু আত্নতৃপ্তি নফসের পুজা আর ধ্বংস বিনাশ ৷ যদি আপনি এমন ভুল অন্যায় অপরাধ বোকামি করেন তাহলে আপনার রোগ ভালতো হবেইনা,বরং তা আরো বাড়বে ভয়াবহ হবে আর পরিণতিতে আপনার মৃত্যু নিশ্চিত ৷

বি:দ্র: কতয়ি হাদিসে কোন ইজতেহাদও নেই,কোন তাকলিদও নেই ৷

(১)মুকাল্লিদ-জনগণ হল রোগী,

(২)কুরআন-হাদিস হল ঔষধ,

(৩)উসুলে শরিয়া হল চিকিৎসাশাস্ত্র,

(৪)ফিকহ-মাসায়িল হল প্রেসক্রিপশন,

(৫)মুজতাহিদ হল ডাক্তার,

(৬)বাকি সব আলেম হল ফার্মাসিস্ট (মুহাদ্দিস-মুফাসসিরসহ সকল আলেম ফার্মাসিস্ট)

এখানে মন্তব্য করুন

লেখক পরিচিতি

নামঃ নাজমুল হুদা নুমানী
মক্তব-নাহবেমীরঃ ১৯৯৬ – ২০০০ শিক্ষাবর্ষ, দারুল উলুম আলিমপুর, সিরাজগঞ্জ।
হেদায়াতুন্নাহুঃ ২০০১ শিক্ষাবর্ষ, যাত্রাবাড়ী মাদরাসা।
কাফিয়া-দাওরাঃ ২০০২-২০০৬ শিক্ষাবর্ষ, লালবাগ মাদরাসা।
উচ্চতর আরবী সাহিত্যঃ ২০০৬-২০০৮ শিক্ষাবর্ষ , দারুল মারিফ, চট্টগ্রাম।
উচ্চতর ইসলামী আইন গবেষণাঃ (মুফতী) ২০০৮-২০১০ শিক্ষাবর্ষ, যাত্রাবাড়ী মাদরাসা।
উচ্চতর হাদীস গবেষণাঃ (মুহাদ্দিস) ২০১০-২০১২ শিক্ষাবর্ষ, বসুন্ধরা মাদরাসা।
সংক্ষিপ্ত তাফসিরঃ ২০০৪ রমজান মাস, খাদিমুল ইসলাম, মিরপুর-১৩, মুফতী ইমরান মাযহারি দা বা নিকট।
অনার্সঃ এশিয়ান ভার্সিটি অব বাংলাদেশ, ইসলামিক স্টাডিজ বিভাগ। (চলমান)
কর্ম জীবনঃ ২০১২ শিক্ষাবর্ষ হতে অধ্যাবদি পর্যন্ত আল্লাহর রহমতে দারুল ইফতার প্রধান মুফতির দায়িত্ব পালন;
এক. জামিয়ুল উলুম ইসলামিয়া, নিকড়া, দোহার, ঢাকা। (খন্ডকালিন প্রথম তিন মাস ইফতার প্রধান মুশরিফ)
দুই. মারকাযু হুজ্জাতিল ইসলাম, মাতুয়াইল, ঢাকা। (ইফতার প্রধান মুশরিফ) : ২০১২ এবং ২০১৩ শিক্ষাবর্ষ।
তিন. মারকাযুল কুরআন বাংলাদেশ, মৌচাক, নারায়ণগন্জ। ২০১৪, ২০১৫ ও ২০১৬ শিক্ষাবর্ষ, দারুল ইফতার প্রধান মুফতীর দায়িত্ব পালন।
চার. জামিয়া মাহমুদিয়া, মৌচাক, নারায়ণগন্জ, এক বছর ইফতার প্রধান মুফতীর দায়িত্ব পালন এবং শায়খুল হাদিস, জামিয়া মাহমুদিয়া, মৌচাক।
পাঁচ. মারকাযুল ফিকহ আল ইসলামী বাংলাদেশ, মৌচাক, নারায়ণগঞ্জ, ৩ বছর চলমান,  আল্লাহর রহমতে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও প্রধান মুফতী।
খলিফাঃ শাইখুল ইসলাম শাহ্ আহমাদ শফী দাঃ বাঃ
আমাদের অনুসরণ করুন

সর্বশেষ ইউটিউব ভিডিও

Play Video

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক পৃষ্ঠা