
সূচিপত্র
ছেলে -মেয়ের বন্ধুত্ব : একটি পর্যালোচনা:
–শেক্সপিয়র বলেছিলেন;
“একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে। “একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. “নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।”
— হুমায়ূন আহমেদ বলেছিলেন;
“ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই।”
–সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক।
তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা বা সেক্স্যুয়াল এট্রাকশন। বিগত কয়েক বছর আগেও আমরা ছেলে-মেয়ের বন্ধুত্বকে শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখতাম অনেকটা ভাই-বোনের মত। কিন্তু বর্তমান সময়ে তা অনেকটা এগিয়ে Friendship থেকে Flirtationship এ রূপ নিয়েছে আর এটা পাশ্চাত্য সংস্কৃতির দর্শন থেকে।
সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে; বর্তমান সময়ে গার্ল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড সম্পর্ক থেকে এটাই বেশী জনপ্রিয় এর কারন হচ্ছে এতে কারো প্রতি কারো কোনরূপ দায়বদ্ধতা থাকে না, কোন কমিটমেন্ট থাকে না। স্বাধীনভাবে উভয়ই দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে। আর এটা সামাজিক এবং সংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারন হতে পারে। যেহেতু বাংলাদেশ প্রথাগতভাবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। পাশ্চাত্য সংস্কৃতির আকর্শন আর নিজেকে আধুনিক হিসেবে জাহির করার মনোভাব এর হাতিয়ার। তাই অভিবাবকদের এখনি যদি সতর্ক না হয় তবে আমরা ওই সংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা-মা কে!
তাই লক্ষ্য রাখুন আপনার বোন কিংবা মেয়ে; ভাই কিংবা ছেলে কাঁদের সাথে মিশছে! সঙ্গ এইখানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন।
এখানে মন্তব্য করুন
লেখক পরিচিতি
- PhD Doctor of Philosophy (January 2000), Department of Arabic, Aligarh Muslim University, India, Field of Study: Arabic Literature, Thesis Title: Life and works of Nasrullsh Abul Fath Zia Al-Din Ibn Al- Atheer Al- Jazary : A Critical Study. Under the supervision of Prof Dr. Sami Akhter.
- Phil Leading to Ph.D (1998), Department of Arabic, Aligarh Muslim University, India, Field of Study: Arabic Literature, Thesis Title: Life and works of Nasrullsh Abul Fath Zia Al-Din Ibn Al- Atheer Al- Jazary : A Critical Study. Under the supervision of Prof Dr.Jahurul Haque.
- A Department of Arabic, Aligarh Muslim University, India, (1996) Specialization: Arabic Literature, First Class First (University Gold Medal Awarded).
- A (Hons) Department of Arabic, Aligarh Muslim University, India, (1994) First Class First (University Gold Medal Awarded).
- Fazil-E-Deoband : Darul Uloom Deoband, UP.India, (1992) First Class ( 2nd)
- Fazil Bangladesh Madrasha Education Board, Dhaka (1989),2nd
- Alim Bangladesh Madrasha Education Board, Dhaka (1985),2nd
- Dakhil Bangladesh Madrasha Education Board, Dhaka (1983), 2nd
- 10+2, English, Aligarh Muslim University, India, (1995), 1st
- Diploma in Urdu Language, Aligarh Muslim University, India, (1996), 1st
- Hifz-E-Quran, Darul Uloom Deoband, India, (1988), 1st
- Lecturer Department of Islamic Studies, Asian University of Bangladesh (AUB) from 15 Jan. 03 to 01 Jun -04
- Assistant Prof. Department of Islamic Studies, Asian University of Bangladesh (AUB) from 01 June. 04 to 14 Sept.2014
- Associate Prof. Department of Islamic Studies, Asian University of Bangladesh (AUB) from 14 Sept.2014 to Date
- Head Department of Islamic Studies, Asian University of Bangladesh (AUB) from 20 Jan. 03 to Date
- Dean School of Arts, Asian University of Bangladesh (AUB) from 09 March 2011 to Date
- Interpreter (English-Arabic-Bengali), in Bangladesh Military Contingent , Kuwait (Bangladesh and Kuwait Govt.) from 5th ‘98 to 2nd Dec. ‘2002
- Member-Examination Committee, Asian University of Bangladesh (AUB)
- Member- Admission Committee, Asian University of Bangladesh (AUB)
- Member-Journal Committee, Asian University of Bangladesh (AUB)
- Member-Management Committee, Asian University of Bangladesh (AUB)
- Member-Disciplinary Committee, Asian University of Bangladesh (AUB)
- Member-Purchase Committee, Asian University of Bangladesh (AUB)
- Member-Distance Education Enhance Committee, Asian University of Bangladesh (AUB)
- Member-Syllabus Update Committee, Asian University of Bangladesh (AUB)
- Life Member-Bangladesh Institute of Islamic Thought (BIIT), Uttara, Dhaka.
- Joint-Secretary for Peace and Progress, 250 New Elephant Road, Dhaka-1205.
- Executive Member, Aligarh Old Boys Association, Aligarh House Motijheel, Dhaka-1000.
- Member Secretary, Asian University of Bangladesh Ttust (BOT)
- English Language : Literature & Grammar, Aligrah Muslim University, June’97
- Mahara : Operation Desert Traps, Kuwait Land Forces, Kuwait-2001.
Phone : +8801676281410 Email: drmohsin.uddin@gmail.com