স্কাইভিউ পার্ক সিটি

শান্তিনগর, ঢাকা-১২১৭

+৮৮০২-৪১০৩২৩৫৩

২৪/৭ গ্রাহক সেবা

admin@islami-sharia.org

আমাদের কাছে বার্তা পাঠান

দফ মিউজিক, মোবাইলে ব্যবহৃত সবধরনের রিংটোন মিউজিকসহ সকল ধরনের মিউজিকের ব্যাপারে মূল কথা হল; উদ্দেশ্য, নতিজা তথা ফলাফলের দিক হতে মিউজিক দুরকম;
মিউজিক-বাজনার বৈধ-অবৈধের মূলনীতি

মিউজিক-বাজনার বৈধ-অবৈধের মূলনীতি

দফ মিউজিক, মোবাইলে ব্যবহৃত সবধরনের রিংটোন মিউজিকসহ সকল ধরনের মিউজিকের ব্যাপারে মূল কথা হল; উদ্দেশ্য, নতিজা তথা ফলাফলের দিক হতে মিউজিক দুরকম;

ফলাফলের দিক হতে মিউজিক দুরকম:

০১.হিট মিউজিক:
  • (ক) যদি মিউজিকটা সেক্সসুয়ালি তথা যৌনউত্তেজনা তৈরি করে,
  • (খ) বা বিবেক-বুদ্ধিকে পরাভুত করে
  • (গ) বা কোন ফাসাদ সৃষ্টির উত্তেজনা তৈরি করে,
  • (ঘ) বা কম্পন তৈরি করে,
  • (ঙ) বা নেশার তৈরি করে,
  • (চ) বা যে কোন পাপের দিকে প্ররোচিত করে,
  • (ছ) বা যে কোন রকমের উন্মাদনা, উত্তেজনা তৈরি করে, তাহলে এমন মিউজিক নাজায়েজ এবং হারামের পর্যায়ভুক্ত ৷
০২.নরমাল মিউজিক:
তথা উল্লেখিত বিষয়গুলো ব্যতীত স্বাভাবিক দফ মিউজিক, মোবাইল রিংটোন মিউজিক, ঘুন্টি মিউজিক, হর্ন মিউজিক, এলার্ম মিউজিকসহ নরমাল মিউজিকগুলো যা হয়ত মানুষ আনন্দ-বিনোদন, বিরহ দূর করণে ব্যবহার করে বা প্রয়োজনে ব্যবহার করে, এমন সব মিউজিক আইনগত দিক হতে নাজায়েজ বা হারামের অন্তর্ভুক্ত নয়, তবে সব ধরনের মিউজিক হতে দূরে থাকা ভাল ৷
গ্রন্থপঞ্জি
  • ০১. এহইয়ায়ে উলুমিদ্দিন,ইমাম গাযালী রহ.। (মদিনা পাবলিকেশন্স অনুদিত)
  • ০২. ইসলাম ও শিল্প, ইমাম ইউসুফ কারযাবী। (খায়রুন প্রকাশনী অনুদিত)
  • ০৩. আল-ইসলাম ওয়াল ফন্নু, ইমাম কারযাবী।
  • ০৪.মালামিহুল মুজতামায়িল মুসলিম, ইমাম কারযাবী।
  • ০৫. আল-গিনা ওয়াল মুসিকী ফি যউয়িল কিতাব ওয়াস সুন্নাহ, ইমাম কারযাবী।
  • ০৬. ইতহাফু সাদাতিল মুত্তাকীন, ইমাম মুরতাযা যাবিদী রহ.।
  • ০৭. হুকমুল গিনা ফিল ইসলাম, ইমাম আব্দুল হাই হাসানী নদভী,
    ভুমিকা:ইমাম আবুল হাসান আলী নদভী।
  • ০৮. আস-সুন্নাতুন নাবাবিয়্যাহ বায়না আহলিল হাদিস ওয়া আহলিল ফিকহী, ইমাম মুহাম্মাদ গাযালী রহ.।
  • ০৯. আল-মুহাল্লা,ইমাম ইবনে হাযম রহ.।
  • ১০. কিতাবুল আগানী,(৩২খন্ড)ইমাম ইস্পাহানী রহ.।
  • ১১. ইকদুল ফরিদ,ইবনে আবদে রাব্বী।
  • ১২. ইগাসাতুল লাহফান,ইমাম ইবনুল কায়্যিম রহ.।
  • ১৩. গিনা আওর মুসিকি কে শরয়ী আহকাম, ইমাম মুফতী শফী রহ.।
  • ১৪. মুসলিম সংঙ্গীত চর্চার সোনালী যুগ, এ জেড শামসুল আলম।
  • ১৫. মাজাল্লাতুল বুহুসিশ শরিয়া।
 

এখানে মন্তব্য করুন

লেখক পরিচিতি

নামঃ নাজমুল হুদা নুমানী
মক্তব-নাহবেমীরঃ ১৯৯৬ – ২০০০ শিক্ষাবর্ষ, দারুল উলুম আলিমপুর, সিরাজগঞ্জ।
হেদায়াতুন্নাহুঃ ২০০১ শিক্ষাবর্ষ, যাত্রাবাড়ী মাদরাসা।
কাফিয়া-দাওরাঃ ২০০২-২০০৬ শিক্ষাবর্ষ, লালবাগ মাদরাসা।
উচ্চতর আরবী সাহিত্যঃ ২০০৬-২০০৮ শিক্ষাবর্ষ , দারুল মারিফ, চট্টগ্রাম।
উচ্চতর ইসলামী আইন গবেষণাঃ (মুফতী) ২০০৮-২০১০ শিক্ষাবর্ষ, যাত্রাবাড়ী মাদরাসা।
উচ্চতর হাদীস গবেষণাঃ (মুহাদ্দিস) ২০১০-২০১২ শিক্ষাবর্ষ, বসুন্ধরা মাদরাসা।
সংক্ষিপ্ত তাফসিরঃ ২০০৪ রমজান মাস, খাদিমুল ইসলাম, মিরপুর-১৩, মুফতী ইমরান মাযহারি দা বা নিকট।
অনার্সঃ এশিয়ান ভার্সিটি অব বাংলাদেশ, ইসলামিক স্টাডিজ বিভাগ। (চলমান)
কর্ম জীবনঃ ২০১২ শিক্ষাবর্ষ হতে অধ্যাবদি পর্যন্ত আল্লাহর রহমতে দারুল ইফতার প্রধান মুফতির দায়িত্ব পালন;
এক. জামিয়ুল উলুম ইসলামিয়া, নিকড়া, দোহার, ঢাকা। (খন্ডকালিন প্রথম তিন মাস ইফতার প্রধান মুশরিফ)
দুই. মারকাযু হুজ্জাতিল ইসলাম, মাতুয়াইল, ঢাকা। (ইফতার প্রধান মুশরিফ) : ২০১২ এবং ২০১৩ শিক্ষাবর্ষ।
তিন. মারকাযুল কুরআন বাংলাদেশ, মৌচাক, নারায়ণগন্জ। ২০১৪, ২০১৫ ও ২০১৬ শিক্ষাবর্ষ, দারুল ইফতার প্রধান মুফতীর দায়িত্ব পালন।
চার. জামিয়া মাহমুদিয়া, মৌচাক, নারায়ণগন্জ, এক বছর ইফতার প্রধান মুফতীর দায়িত্ব পালন এবং শায়খুল হাদিস, জামিয়া মাহমুদিয়া, মৌচাক।
পাঁচ. মারকাযুল ফিকহ আল ইসলামী বাংলাদেশ, মৌচাক, নারায়ণগঞ্জ, ৩ বছর চলমান,  আল্লাহর রহমতে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও প্রধান মুফতী।
খলিফাঃ শাইখুল ইসলাম শাহ্ আহমাদ শফী দাঃ বাঃ
আমাদের অনুসরণ করুন

সর্বশেষ ইউটিউব ভিডিও

Play Video

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক পৃষ্ঠা