ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ
[البقرة: 2]
এটা ঐ মহান কিতাব যাতে কোন সন্দেহ নেই, যা মুত্তাক্বীদের জন্য পথ নির্দেশ।
(আল বাকারা/২:২)
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا
[النساء: 80]
যে রসূলের আনুগত্য করল, সে তো আল্লাহরই আনুগত্য করল, কেউ মুখ ফিরিয়ে নিলে (জোরপূর্বক তাকে সৎপথে আনার জন্য) আমি তোমাকে তাদের প্রতি পাহারাদার করে পাঠাইনি।
(আন নিসা/৪:৮০)
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
[البقرة: 125]
আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি কা‘বাগৃহকে মানুষের জন্য মিলনকেন্দ্র এবং নিরাপদস্থল করলাম এবং বললাম, ‘মাকামে ইব্রাহীমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো’ এবং ইব্রাহীম ও ইসমা‘ঈলকে বলেছিলাম, ‘আমার গৃহকে তাওয়াফকারী, ই‘তিকাফকারী এবং রুকূ’ ও সেজদাকারীদের জন্য পবিত্র রেখো।’
(আল বাকারা/২:১২৫)
বিসমিল্লাহির রহমানির রহিম
ইসলামি শারিয়াহ অর্গানাইজেশন,
ইসলামি জ্ঞানের উজ্জ্বল মহিমায় মহিমান্বিত কুরআন-সুন্নাহ এর ঐশীজ্ঞানের দুর্ভেদ্য প্রাচীর দ্বারা সুরক্ষিত মহাশক্তিময় স্রষ্টার ঐশ্বরিক শক্তিমত্তায় প্রভাবিত ইসলাম প্রচারের একটি আন্তর্জাতিক প্লাটফর্ম। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান এর পরিচয় হল : ইসলামী শারিয়াহ্।
কুরআন ও সুন্নাহ-ই হল এই প্রতিষ্ঠান এর প্রাণ , সঞ্জীবনী শক্তি ও সর্বোচ্চ সংবিধান বলে বিবেচিত। এই প্রতিষ্ঠান এর প্রতিটি বিধিনিষেধ কুরআন-সুন্নাহ -এর আলোকে রচিত। যে-দিন এই প্রতিষ্ঠান কুরআন-সুন্নাহ এর সীমান্ত অতিক্রম করবে, সেদিন এই প্রতিষ্ঠান বাতিল, অকৃতকার্য ও নিষিদ্ধ বলে বিবেচিত হবে। কুরআন ও সুন্নাহ এর কোনো দায়ভার নিবেনা। এটাই এই প্রতিষ্ঠান এর সবচে বড় সংবিধান।
ইসলামি শারিয়াহ অর্গানাইজেশন ;
অর্গানাইজেশন ব্যবস্থাপনায় পরিচালিত মাল্টিমিডিয়া পদ্ধতিতে পরিকল্পিত ইসলামি ধাঁচে সুবিন্যস্ত কুরআন-সুন্নাহ এর মহিমায় সু-গঠিত একটি আন্তর্জাতিক ইসলামী ফোরাম/চ্যানেল। এটি একটি অরাজনৈতিক ইসলামি প্রতিষ্ঠান।
ইসলামি শারিয়াহ মাল্টিমিডিয়া /ইসলামি শারিয়াহ মিডিয়া, এই প্রতিষ্ঠান এর একটি বিভাগ/অঙ্গপ্রতিষ্ঠান বলে বিবেচিত। ফেসবুক, ইউটিউব ও টুইটার সহ সর্বপ্রকার সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল, রেডিও এবং সংবাদপত্র এই অঙ্গপ্রতিষ্ঠান এর শাখা বলে বিবেচিত হবে। তদ্রূপ ইসলামি শারিয়াহ কাউন্সিল, ইসলামি শারিয়াহ এসেম্বলি, নিরীক্ষণ বোর্ড ও কুরআন সুন্নাহ বোর্ড ইত্যাদির ব্যাপারে ও একই কথা প্রযোজ্য।
সকল পৃষ্ঠা এক জায়গায় দেখুন
সকল পোস্ট এক জায়গায় দেখুন
